১ . অতীব প্রয়োজন ছাড়া ক্লাসচলাকালীন বা পরীক্ষার সময় কোনো ছুটি দেয়া হয় না। অতএব, এ ব্যাপারে সবাইকে যত্মবান হতে হবে।
২. সাময়িক (কিছুক্ষণ বা কয়েক ঘণ্টা) ছুটি শ্রেণিশিক্ষকের কাছ থেকে নিতে হবে।
৩. একদিন বা তার বেশি সময় ছুটি নিতে দরখাস্ত পেশ করতে হবে। ছুটি মঞ্জুরের জন্যে দরখাস্তে শিক্ষাসচিবের স্বাক্ষর থাকতে হবে।
৪. বিশেষ কারণ ছাড়া এমনিতে ছুটি নেয়া অনুচিত।
৫. ছুটি না নিয়ে অকারণে তিন দিনের বেশি অনুপস্থিত থাকলে নির্ধারিত জরিমানা দিয়ে ক্লাসে বসতে হবে।
৭. আবাসিক ছাত্ররা একদিন বা তার বেশি ছুটি নিলে বোডিং-সুপারকে জানাতে হবে।
