অভিভাবকদের জ্ঞাতব্য বিষয়
প্রত্যেক অভিভাবককে মাসে কমপক্ষে একবার হলেও জামিয়া কর্র্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করা জরুরি। প্রতি ইংরেজি মাসের ০৫ তারিখের মধ্যে চলতি মাসের মাসিক প্রদেয় (বেতন/খোরাকি/অন্যান্য) পরিশোধ করতেহবে। কোনো শিক্ষার্থী কিছুদিন বা অধিকাংশ দিন অনুপস্থিত থাকলে মাসিক প্রদেয় থেকে কোনো টাকা ফেরত দেয়া হয় না। নির্দিষ্ট সুবিধা (থাকা-খাওয়া, ক্লাস, কোচিং, নিরাপত্তাও তত্ত্বাবধান) ছাড়া বাকি বিষয়ের খরচ অভিভাবক / অভিভাবিকাকে বহন করতে হবে। শিক্ষার্থীকে বাসায় যথাসাধ্য গাইড দিতে হবে যাতে সে জামিয়ার শিক্ষকদের কথা ভুলে গিয়ে খারাপ ছেলেদের সাথে মিশতে না পারে। সন্তানের সার্বিক অবস্থা খেয়াল রাখতে হবে। তার খাওয়া-দাওয়া, চলাফেরা ইত্যাদিতে কোনো খারাপ লক্ষণ দেখা যাচ্ছে কিনা। তা পর্যবেক্ষণ করতে হবে।
অভিাভাবকদের সাক্ষাত
* প্রতিদিন : আসর নামাযের পর থেকে মাগরিব নামাযের পূর্ব পর্যন্ত।
* প্রতি শুক্রবার : সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত।
ছাত্রদের সাথে যোগাযোগের নাম্বারঃ ০১৮২২ ০৩৬৯৭৪, ০১৭৮৩ ০১৬১৬৮ “প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ”-আল হাদিস
