সিলেবাস (পাঠ্যক্রম) সম্পর্কিত জ্ঞাতব্য বিষয়

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক), বাংলাদেশ প্রণীত সিলেবাস অনুসারে পাঠদান করা হয়।

জামিয়াতু হযরত বিলাল হাবশী (রাঃ) আখতার নগর মাদ্রাসা মাসজিদ ও এতিমখানা এর শিক্ষা কার্যক্রম চলে হিজরী বর্ষ অনুযায়ী। বুঝার সুবিধার্থে হিজরী তারিখের পাশাপাশি ইরেজী তারিখ উল্লেখ করা হতে পারে। শিক্ষাবর্ষ শুরু হয় শাওয়াল থেকে এবং শা’বান মাসে বার্ষিক পরীক্ষার মধ্য দিয়ে ওই শিক্ষাবর্ষ শেষ হয়।

প্রতিটি শিক্ষার্থীর মেধার মূল্যায়নের সুবিধার জন্যে সাপ্তাহিক ও মাসিক টিউটোরিয়াল পরীক্ষা নেওয়া হয়। এছাড়া পুরো শিক্ষাবছরে ১ম, ২য় ও ৩য় -এ তিন সেমিস্টার পরীক্ষা হয়।

পরীক্ষার পর নির্ধারিত নিয়মে নেটিশ বোর্ড ও মার্কশীটে ফলাফল উল্লেখ করা হয়।

পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

 

আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা

মোঃ আখতারুজ্জামান

প্রতিষ্ঠাতা পরিচালক অত্র জামিয়া

খতিব মগবাজার চৌরাস্তা জামে মাসজিদ, ঢাকা।

 

* প্রকৃত দরিদ্র, অসহায়দের জন্য বিশেষ বিবেচনায় আলোচনা স্বাপেক্ষ হবে।

* প্রকৃত এতিমদের জন্য থাকা-খাওয়া ও পড়া-লেখার সুযোগ সম্পূর্ণ ফ্রি।

*** এই জামিয়াটি পরিচালিত হয় দেশের প্রখ্যাত আলেমে দ্বীন এবং বিজ্ঞজনদের পরামর্শে